গোপালগঞ্জে নতুন করে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ১১:০০ AM

গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহারের পর আজ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পুনরায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে পরীক্ষার্থী, শিক্ষার্থী, সরকারি কর্মচারী ও জরুরি পরিষেবা সংশ্লিষ্টরা এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন।

বিধিনিষেধ চলাকালে যেকোনো ধরনের সভা, মিছিল বা গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এদিকে কারফিউ উঠে যাওয়ায় শহরে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে এবং সাধারণ মানুষও স্বস্তিতে চলাচল করছেন।

এর আগে, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও মানুষের চলাচল ছিল কম। পরে রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত আবারও কারফিউ চলে। পরে জারি করা হয় ১৪৪ ধারা।

গত বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। নিহত হন পাঁচজন, আহত হন অর্ধশত।