সীমান্তে আরও ১৫৩ জনকে পুশইন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ ইন করার ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৫৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রবিবার (২৫ মে) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে এ অনুপ্রবেশ ঘটে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার লাতু বিওপি ক্যাম্পে ৭৯ জন, পাল্লাথল বিওপিতে ৪২ জন এবং নয়াগ্রাম বিওপিতে ৩২ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়। শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ ৫২ বিজিবির সদস্যরা সীমান্তের তিনটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) ক্যাম্প থেকে এসব ব্যক্তিকে আটক করে।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম বলেন, পুশ ইনের ঘটনায় জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে।