চট্টগ্রামে পাহাড়ধসে প্রাণ হারালেন ২ শিশু

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৫, ০১:৪০ PM

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসে দুই শিশু প্রাণ হারিয়েছে। 

আজ বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০টার দিকে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলো- ওই এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ। অন্যদিকে আহতরা হলো- মোস্তাক মিয়ার ছেলে সিয়াম ও আবুল কাশেমের ছেলে সিফাত।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় খেলতে যায় শিশুরা। এসময় বৃষ্টির কারণে পাহাড়ধস ঘটে। এতে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।