দামের ঊর্ধ্বমুখী পরিস্থিতি: সরকার সঠিক পদক্ষেপ নিয়েই এগোচ্ছে
চলমান সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ে অস্বস্তি যেমন রয়েছে, একই সঙ্গে চিন্তিত আওয়ামী লীগ। নিয়ন্ত্রণহীন বাজারের প্রভাবে সাধারণ মানুষের মধ্যে সরকার সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং তা আরও বাড়তে পারে, এমন আশঙ্কাও রয়েছে ক্ষমতাসীন দলটির নেতাদের কারও কারও।
কৃষিমন্ত্রীর মতামত:
রাজনৈতিক বিবেচনায় ব্যবসায়ীদের ছাড় দেওয়া বা সিন্ডিকেটের কারসাজির অভিযোগ মানতে রাজি নন সাবেক কৃষিমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণ নেই। ডলারের দাম বেশি হওয়ায় এবং পণ্যের সরবরাহে ঘাটতির কারণে কিছু পণ্যের দাম বাড়ে। এ ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ নিয়েই এগোচ্ছে।
তবে যে যা-ই বলুক না কেন, লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে দল ও সরকারে অস্বস্তি রয়েছে। কারণ, জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করছে।
#পিএ ২১ মে ২০২৪।