পুলিশ  নিজেদের জীবন দিয়ে দেশে স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রেখেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৪, ০৩:২৩ PM

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ২০১৩-১৪ সালে এদেশের উন্নয়নের গতিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য স্বাধীনতাবিরোধী একটি চক্র চেষ্টা করেছিল। দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার একটি চক্রান্ত শুরু করেছিল। এ সময় বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের জীবন দিয়ে দেশের স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রেখেছেন।

শনিবার (৯ মার্চ) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে কনভেনশন হলে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশকে একটি নিরাপদ, জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় অঙ্গীকারবদ্ধ। সম্প্রতি, মারামারির ঘটনায় পুলিশ দক্ষতা ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। দেশের শান্তিপ্রিয় জনগণসহ আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য প্রশংসা অর্জন করেছে।