আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে শ্রমিকেরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, সরকার তাদের জন্য সর্বনিম্ন ১৮ হাজার টাকা মজুরি ও ৫টি গ্রেডের জন্য নির্ধারিত মজুরি ঘোষণা করেছিল। কিন্তু কয়েক মাস পার হলেও ট্যানারি মালিকেরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি এবং আগের মতোই কম মজুরিতে শ্রমিকদের কাজ করাচ্ছেন। ফলে তাদের দাবি আদায়ের জন্য তারা আজও কর্মবিরতি পালন করেন এবং বিক্ষোভ করেন। এ সময় তারা দ্রুত দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, নতুবা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
এছাড়া, মজুরি ছাড়াও শ্রমিকেরা প্রতিটি কারখানায় শ্রম আইনের বাস্তবায়ন, শ্রমিকদের জন্য ছবি সম্বলিত পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদান, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ বেশ কয়েকটি অন্যান্য দাবিও উত্থাপন করেন।