১২ দফা দাবিতে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে চালক-শ্রমিকদের গণঅবস্থান
ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে আগামীকাল রবিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে চালক-শ্রমিকদের গণঅবস্থান।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
সংবাদ সম্মেলনে বক্তারা গত কয়েকদিনের আন্দোলনে যেসব অটোচালক গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তিরও দাবি জানান। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত সরকার থেকে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য- ব্যাটারিচালিত যানবাহনের জন্য লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে। অটোরিকশার জন্য আলাদা লেন করে দিতে। একই সঙ্গে অটোরিকশা চালকদের আন্দলনে পুলিশের পাশে থেকে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
গত দুদিন ধরেই রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ার শেল। রেল লাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে ৪ ঘণ্টা।
এরআগে, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলনে রয়েছেন চালকেরা।