সচিব কোয়ার্টারে ৪০ মিনিট লিফটে আটকা রাজউক চেয়ারম্যানের পরিবার
সচিব কোয়ার্টারের ভবন ৫২ তে গত রবিবার (২ মার্চ) আগুন লাগে। এ ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে গতকাল সোমবার (৩ মার্চ) কোয়ার্টারের ভবন ৫১ এর লিফটে আটকা পড়েন রাজউকের চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার পরিবার। দীর্ঘ ৪০ মিনিট আটকা থাকার পর অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজধানীর পুরান ইস্কাটন রোডে সচিবদের জন্য ২৭০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ২০ তলা তিনটি ভবন নির্মিত হয়। এসব ভবনে সিনিয়র সচিব, সচিব ও গ্রেড-১ এর কর্মকর্তাদের পরিবার বসবাস করেন। তিনটি ভবনে মোট ১১৪ ফ্ল্যাট রয়েছে। প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন কম বেশি সাড়ে তিন হাজার বর্গফুট।
কর্মকর্তাদের কাছ থেকে উন্নত সেবা পাওয়ার লক্ষ্যে সরকারী কর্মকর্তাদের জন্য আধুনিক মানের আবাসন দেয়া হয়। আবাসন সংকট যাতে না থাকে সরকার রাজধানীসহ দেশের সব জেলা শহরে সরকারী কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।