কী হচ্ছে সচিবালয়ে?

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ঘটনাটি ঘটে।
সরেজমিনে দেখা গেছে, থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এদিক-সেদিক আশ্রয় নিয়েছে।
আন্দোলনে আসা এক শির্থী সিটিজেন জার্নালকে বলেন, "আপনারা জানেন গতকাল মাইলস্টোনে এক ট্রাজেডি ঘটে গেছে। এমতাবস্থায় এইচএসসি পরীক্ষা স্থগিত করার দাবি উঠলেও রাজি হননি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইর। পরে রাত তিনটার দিকে জানিয়েছে আজকে পরীক্ষা বাতিল। আমরা এই প্রহসনের জন্য শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে আন্দোলন করছি। কিন্তু আন্দোলনে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। আমাদের লাঠি দিয়ে পিটিয়ে অনেককেই আহত করেছে।"
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সচিবালয়ের বাইরে পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ সময়ের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে পুলিশ সদস্যকে পেটাচ্ছেন একদল শিক্ষার্থী। পরে পুলিশ সদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিডিওটি নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের লেখেন, এরা কারা, কি চায়? আর আজকে সকাল থেকে কিছু মানুষ এইভাবে অনলাইনে উষ্কানি দিতেছেন কেন? আপনারাও বা কি চান?