আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৫ AM

আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যে রাজধানী ঢাকা বজ্রবৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, ঢাকার উপরের দিকে অর্থাৎ কিশোরগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের কাছাকাছি মেঘ দেখা যাচ্ছে। যা কিছুক্ষণের মধ্যে ঢাকা শহরসহ পুরো ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগের একাংশকে আক্রান্ত করতে যাচ্ছে। এই বৃষ্টিবলয়ে টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ বেশি আক্রান্ত হতে পারে। অলরেডি রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রঝড় আঘাত হেনেছে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।

সংস্থাটি জানায়, বৃষ্টিবলয়ের শক্তি বজায় থাকলে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল তথা ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা অঞ্চলেও দুই থেকে তিনঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টি আঘাত করতে পারে।বিভিন্ন মডিউলের আপডেট অনুযায়ী বৃষ্টিবলয়টি আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগকে সবচেয়ে বেশি আঘাত করতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।