মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি গাছ থেকে নামান। এর আগে, সকাল ৯টার দিকে পথচারীরা গাছের ডালে একটি ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে খবর দেন।
প্রত্যক্ষদর্শী এক ঢাবি শিক্ষার্থী জানান, তারা সকালে ক্লাস করতে এসে কিছু মানুষকে জটলা তৈরি করতে দেখে। পরে তারা বুঝতে পারেন, গাছে ঝুলন্ত একটি লাশ রয়েছে।
গণিত বিভাগের শিক্ষার্থী মোর্শেদ আলম শফিক জানান, লাশটি কিছুক্ষণ আগে নামানো হয়েছে এবং মনে হয় তিনি ফুটপাতে ঘুমাচ্ছিলেন, কারণ তার কাপড় সেখানে পড়ে ছিল।
ফায়ার সার্ভিসের এক কর্মী জানান, ঢাবির জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলন্ত অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে এবং তার বয়স ৫০ বছরের কাছাকাছি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ জানান, সকালে তারা জিমনেসিয়াম এলাকায় গাছে ঝুলন্ত মরদেহের বিষয়ে জানতে পারেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ নামিয়ে মর্গে পাঠানো হয়। মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে।
শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বলেন, লাশটি ফায়ার সার্ভিসের সহায়তায় গাছ থেকে নামানো হয়েছে এবং বর্তমানে তা মর্গে রয়েছে।