পরিচালক রায়হান রাফী জানালেন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মাণ হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রায়হান রাফী এই ঘোষণা দেন।  ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন এ সময়ের অন্যতম পরিচালক রায়হান রাফী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়া নিয়ে সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন রায়হান রাফী।

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রায়হান রাফী ঘোষণা দেন চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরির। ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনাকালে এই ঘোষণা দেন ‘তুফান’ নির্মাতা। 

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নির্মাতাকে প্রশ্ন করেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন কি না? জবাবে রাফী বলেন, ‘এই জুলাই অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়ত নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন বানাব না।’