ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ও দাপ্তরিক ৮ পদে নতুন মুখ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র-উপদেষ্টা, পরিবহণ প্রশাসক, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং অর্থ ও হিসাব শাখার নতুন পরিচালকসহ চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার পৃথক অফিস আদেশের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশ সূত্রে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা পদে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহণ প্রশাসক পদে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইআইইআর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক পদে একই দফতরের উপ-পরিচালক আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবহণ প্রশাসক এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে ছাত্র-উপদেষ্টাকে আগামী ১ বছর ও আইআইইআর পরিচালককে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।