ফিলিস্তিনের ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে ঢাবিতে ভর্তি করা হবে: উপাচার্য
ভয়াবহ যুদ্ধের কবলে ছোট্ট মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনি। গত ছয় মাসের অধিক সময় ধরে দেশটিতে নির্বিচারে হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় উপত্যকাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছেন সাড়ে ৩৪ হাজারের অধিক মানুষ। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তুপের নিচে পচছে ১০ হাজারের অধিক ফিলিস্তিনের মরদেহ। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনের প্রতি সমবেদনা প্রকাশ করছে। যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে হচ্ছে বিক্ষোভ-শোভাযাত্রা।
এমতাবস্থায় দেশটির ২০ শিক্ষার্থীকে বিনা বেতনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি এবং আবাসিক সুবিধা প্রদানের বিষয় নিয়ে আলোচনা করেন।
ফিলিস্তিন রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের জন্য উপাচার্যকে অনুরোধ করেন।
উপাচার্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীকে বৃত্তি ও আবাসিক সুবিধাসহ আন্ডারগ্র্যাজুয়েট এবং মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হবে। ঢাবিতে অধ্যয়নকালে ফিলিস্তিনি শিক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে তিনি রাষ্ট্রদূতকে জানান।
এ সময় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মুর্তুজা এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।