ভোট দিয়ে কী বললেন সাদিক কায়েম?
-1090937.jpg?v=1.1)
বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার দেওয়ার পর সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে সুষ্ঠু নির্বাচন বিনির্মাণ করতে চাই। শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।
সকল প্রার্থীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে, আমরা আশা করবো শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে। আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী বলেন, কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে বা নির্বাচন কমিশন কাউকে অতিরিক্তি সুবিধা দিলে শিক্ষার্থীরা মানবে না। এমন পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না।
সাদিক কায়েম বলেন, আমরা এ নির্বাচনের মাধ্যমে সারাদেশে চমৎকার বার্তা দিতে চাই। গত ১৬ বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারিনি, গণতন্ত্রে আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটি স্থায়ী রূপের দিকে ম্যাচিউর অবস্থায় যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারাদেশকে সেই বার্তা দিতে পারব।
এদিকে, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে এবার লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, জিএসে ১৯ এবং এজিএসে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’ থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ আলোচনায় আছেন।
ছাত্রদল-শিবির সমর্থিত প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ এবং এজিএস প্রার্থী হিসেবে মহিউদ্দিন খান লড়ছেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে আবদুল কাদের এবং জিএস প্রার্থী হিসেবে আবু বাকের মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ থেকে জিএস মাহিন সরকার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে তিনি জিএস পদে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ছাড়া ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা; ছাত্রঅধিকার পরিষদ থেকে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা এবং বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু লড়ছেন।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।