ভোটের রাতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রার্থী
-1090743.jpg?v=1.1)
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে এর আগে ভোটের রাতেই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করা আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিদওয়ান মানসুর।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে তিনি জানান, তিনি ওই পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদকে।
তিনি বলেন, আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
প্রসঙ্গত, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। শিক্ষার্থীরা ওএমআর শিটে পছন্দের প্রার্থীর ব্যালটের পাশে থাকা ঘরে ক্রস চিহ্ন এঁকে ভোট দিতে পারবেন। বিকেলে ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। অত্যাধুনিক মেশিনে এ ভোট গণনা করা হবে। ফলে রাতের প্রথম অংশেই ঘোষণা করা হবে ফলাফল। ফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। কেন্দ্রীয় সংসদের জন্য পাঁচ পাতার ব্যালট পেপার থাকবে। আর হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারের ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। আটটি ভোটকেন্দ্রে মোট ১৪টি অত্যাধুনিক মেশিন থাকবে। ভোটগ্রহণ শেষে এসব মেশিনে নির্ভুলভাবে ভোট গণনা করা হবে।