১৮ ঘণ্টা ধরে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১২:২৬ PM

১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আমরণ অনশনে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বেশ কয়েকজন শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় শুরু হওয়া ৩২ জনের এ কর্মসূচি মঙ্গলবারও চলছে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন ওই শিক্ষার্থীরা। এর আগে শিক্ষকেরা তাঁদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানালেও তাঁরা দাবি নিয়ে অনড় রয়েছেন।

গত১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ শিক্ষার্থীরা কুয়েট ভিসি, প্রো ভিসি, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন।

পরে ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় কুয়েট সিন্ডিকেট। ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করে ক্যাম্পাসের প্রবেশ করে হল খোলার দাবিতে আন্দোলন করেন।

পরে ১৫ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ ছাত্রকে বহিষ্কার ও ৪ মে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম শুরু এবং ২ মে হল খোলার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৬ এপ্রিল তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন আন্দোলনকারীরা।