দিশাকাণ্ডে আরও ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা
-1190322.jpg?v=1.1)
এর আগে গত ১২ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার দুই অভিযুক্তকে এনকাউন্টার করে হত্যা করে পুলিশ। এরপর নতুন খবর, এবার দুই নাবালককে আটক করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যম এবিপির খবর, পুলিশের একটি বিশেষ বাহিনী অভিযুক্ত সন্দেহে ওই দুই নাবালককে দিল্লি থেকে আটক করে। তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদও চলছে। তবে তাদের বয়স কত, তা উল্লেখ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনা একটি বড়সড় হুমকির অংশ। হামলাকারীরা দিশাকে কিছু প্রকাশ্য মন্তব্যের কারণে হুমকি দিয়েছিল।
উল্লেখ্য, উত্তর প্রদেশের মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি চালানো হয়। এ ঘটনায় দুটি গ্যাং গ্রুপ গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার দায় স্বীকার করে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে মাঠে নামে পুলিশ।
এর ৫ দিন পর নতুন খবর, অভিনেত্রীর বাড়িতে গুলি চালানো দুই অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। সেই দুই অভিযুক্তের নাম রবীন্দ্র ও অরুণ। তারা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিলো বলে দাবি পুলিশের। এরপরের দিন নতুন করে আরও দুই অভিযুক্তের গ্রেপ্তারের খবর এল।