সাইয়ারা দেখে অজ্ঞান হচ্ছে দর্শক!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৯:১৩ AM

প্রেম, সংগীত ও তারুণ্যের অনন্য মিশেলে নির্মিত বলিউড সিনেমা ‘সাইয়ারা’ এখন দক্ষিণ এশিয়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমা হলের একাধিক ভিডিওতে দেখা গেছে, দর্শকরা আবেগে কাঁদছেন, কেউ কেউ আবার এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে অজ্ঞান হয়ে যাচ্ছেন। আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিনীত এই ছবিটির নির্মাণ ব্যয়ের তুলনায় মাত্র সাত দিনেই চার গুণ বেশি আয় করে বক্স অফিসে অভাবনীয় সাফল্য পেয়েছে ‘সাইয়ারা’।

সাইয়ারা প্রেক্ষাগৃহে এখনও বেশ ভালোই ব্যবসা করছে । সূত্রের খবর, সাইয়ারা ছবিটি এখনও পর্যন্ত ১৭০ কোটি রুপির বেশি আয় করেছে। সাইয়ারা প্রথম দিনে ২১.৫ কোটি দিয়ে খাতা খোলে।

সাইয়ারা দ্বিতীয় দিনে ২৬ কোটি টাকা আয় করে, আর তৃতীয় দিনে ছবির আয় হয় ৩৫.৭৫ কোটি। অর্থাৎ, প্রথম তিন দিনে ছবির সংগ্রহ ৮৩ কোটির আশেপাশে। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে সাইয়ারা-র আয় ছিল যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি, ২১.৫ কোটি।

শুক্রবারে অর্থাৎ সপ্তম দিনে সাইয়ারা-র সংগ্রহ ১৮.৭৫ কোটি। যেহেতু এই শুক্রবারে কোনো ছবির মুক্তি নেই, তাই আশা রাখা যাচ্ছে যে চলতি সপ্তাহেও সাইয়ারার আয় হবে ঝড়ের বেগে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটির মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৭২.৫০ কোটি রুপি; যা সিনেমার নির্মাণ ব্যয়ের চার গুণেরও বেশি।

সুত্র : স্যাকনিল্ক, সোশ্যাল মিডিয়া