ফাতিমাকে নিয়ে যা বললেন আমির খান

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৫:১০ PM

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে মেগাস্টার আমির খানের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয় নানা মুখরোচক খবর, যা সংবাদমাধ্যমেও জায়গা করে নেয়।

যদিও এতদিন এ বিষয়ে সরাসরি কিছু বলেননি আমির, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ফাতিমার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে আমির খান জানান, ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার জন্য তার বিপরীতে উপযুক্ত নারী চরিত্র খুঁজে পেতে নির্মাতারা বেশ সমস্যায় পড়েছিলেন।

যশ রাজ ফিল্মসের এই বড় বাজেটের প্রকল্পে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলেও দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেক তারকা অভিনেত্রীই কাজটি ফিরিয়ে দেন।

পরিস্থিতির বিবেচনায় প্রযোজক আদিত্য চোপড়া ও পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য শেষ পর্যন্ত ফাতিমা সানা শেখকে নির্বাচিত করেন, যা নিয়ে তখন অনেক বিতর্ক তৈরি হয়।

এর পেছনের কারণ ছিল, ‘দঙ্গল’ সিনেমায় আমির ও ফাতিমা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাই পরের ছবিতে তাদের রোমান্টিক জুটি হিসেবে মেনে নিতে দ্বিধায় ছিলেন নির্মাতারা।

সেই ঘটনা স্মরণ করে আমির খান বলেন, ‘এটা আদিত্য আর ভিক্টরের জন্য তখন আরেকটা ঝামেলা হয়ে দাঁড়িয়েছিল। কোনো অভিনেত্রীই সিনেমাটির জন্য রাজি হচ্ছিলেন না। দীপিকা, আলিয়া, শ্রদ্ধা—সবাই না বলে দিয়েছিলেন। পুরো ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবাইকে অফার করা হয়েছিল, কিন্তু ওই একটা চরিত্রে কাউকে নিশ্চিত করা যাচ্ছিল না।’

আমির বলেন, শেষ পর্যন্ত ভিক্টর ফাতিমাকে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভিক্টর আর আদিত্য বলেন, “ফাতিমার অডিশন ভালো হয়েছে, তাকেই নেওয়া যাক। তবে তোমার সঙ্গে ওর কোনো রোমান্সের দৃশ্য থাকবে না, কারণ সে তো তোমার মেয়ে ছিল (দঙ্গল সিনেমায়)। এবার যদি সে তোমার প্রেমিকা হয়, তাহলে দর্শক মেনে নেবে না”।

তবে বিষয়টি নিয়ে অভিনেতার ভিন্ন মত ছিল। আমিরের মতে, ‘আমি এসব বিশ্বাস করি না। কারণ ব্যক্তিজীবনে আমি তার বাবা নই, বয়ফ্রেন্ডও নই। আমরা তো কেবল একটা সিনেমা বানাচ্ছি, ব্যাস।’

এসময় অমিতাভ বচ্চন ও রাখির উদাহরণ টেনে আমির খান বলেন, ‘বচ্চন সাহেব তো রাখির সঙ্গে কখনো প্রেমিক, কখনো আবার ছেলে হয়েও অভিনয় করেছেন। ওয়াহিদা রেহমানজির সঙ্গেও একই ঘটনা ঘটেছে। এ রকম বহুবার হয়েছে। আমরা যদি বলি দর্শক মেনে নেবে না, তাহলে তাদের আমরা হেয় করছি।’