সালমানের বাড়িতে ঢুকতে তারকাদেরও লাগবে আইডি কার্ড!

গত বছরের এপ্রিলে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার পেছনে ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। দীর্ঘ দুই বছর ধরে ওই গ্যাংয়ের প্রধান সালমানকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরপর থেকেই বাড়ানো হয় এই বলিউড সুপারস্টারের নিরাপত্তা।
তবে সম্প্রতি সালমান খানের বাংলোয় দুই অজ্ঞাতব্যক্তির প্রবেশ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাই পুলিশ আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভাইজানের বাড়িকে ঘিরে ফেলেছে কড়া নিরাপত্তার চাদরে।
গত সোমবার এবং মঙ্গলবার পর পর দুইদিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। ৩২ বছরের সেই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।
পরে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই নারীকে। পরদিন মঙ্গলবার ফের এক ব্যক্তি সকালে সালমানের গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। দ্রুত সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এবার জানা গেল, সালমান খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ।
বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গেছে, আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইভেট বিল্ডিং হওয়ায় প্রত্যেক অতিথির পরিচয়পত্র চেক করা চ্যালেঞ্জের কাজ। তাই ভাবা হয়েছে, সালমানের পরিবারের সদস্যরা নিশ্চিত করলে তবেই কেউ বাংলোয় ঢুকতে পারবেন।