‘যুদ্ধবিরতি’ পোস্ট দিয়ে যে কারণে তোপের মুখে সালমান

দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। এর ফলে পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে সেই যুদ্ধাবস্থা খানিকটা প্রশমিত হয়, যখন গত শনিবার (১০ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন—ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
বিশ্বনেতারা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। দুই দেশের তারকারা যেখানে শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে সালমানের পোস্ট ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শনিবার (১০ মে) রাতে এক্স হ্যান্ডেলের এক টুইটে বলিউড ভাইজান বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ!’ ব্যস, এতেই তোপের মুখে পড়েন তিনি! তীব্র সমালোচনার মুখে এক্স হ্যান্ডেলের সেই পোস্ট মুছে ফেলেন। তাতে অবশ্য বিতর্ক থামেনি!
নেটিজেনদের অভিযোগ, বলিউডের বড় বড় তারকারা যখন ভারতীয় সেনাদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, তখন সালমান খান চুপ ছিলেন। অনেকের মতে, দেশের সৈনিকদের এড়িয়ে গিয়ে হঠাৎ এমন ‘শান্তিপূর্ণ’ বার্তা আসলে একরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগমে সংঘটিত হামলায় অন্তত ২৬ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে ভারত। প্রত্যাঘাত হিসেবে দেশটির সঙ্গে ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি’ স্থগিত করে তারা। পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানের কয়েকটি এলাকায় সামরিক অভিযান পরিচালনা করে নরেন্দ্র মোদী সরকার। এই জেরে পাকিস্তানও ভারতে ক্ষেপণাস্ত্র হামলা করে। এতে দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়ে। বেসামরিক নাগরিকের প্রাণহানি বাড়তে থাকে। অবশেষে ভারত-পাকিস্তান গতকাল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়। যদিও একে অপরের বিরুদ্ধে দেশ দুটি এখন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে।
সূত্র: বলিউড হাঙ্গামা