উত্তরাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪১ PM

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাই বইছে তীব্র শীত। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তবে দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া, আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের কিছু স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর অন্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকবে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, আগামীকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) ও পরদিন বুধবার (১৫ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।