দেশের ৪০ জেলায় টানা দুইদিন বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২০ AM

ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় গত কয়েক দিন ধরেই জেঁকে বসেছে শীত। কুয়াশার দাপটের সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। এরমধ্যে দেশের ২২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। রয়েছে ৪০ জেলায় টানা দু’দিন বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে বিস্তারলাভ করতে পারে।

এছাড়া মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, একই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃষ্টির সময় শীতের তীব্রতা কমে আসবে। তবে, বৃষ্টি ও মেঘ কেটে গেলে শীতের তীব্রতা আবার বাড়বে।

এদিকে সোমবার (২২ জানুয়ারি) সকালে ঢাকায় চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু আজ (মঙ্গলবার) সেটি আরও কমে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় এক ডিগ্রির বেশি তাপমাত্রা কমেছে।

এ ছাড়া মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জে মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে এর আগে কখনও দেখা যায়নি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে বদলগাছী আবহাওয়া অফিস। গতকাল জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল।

এদিকে, তীব্র শীতের মধ্যে যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় শৈত্যপ্রবাহ রয়ে যাচ্ছে। সেটি কিছু জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হিসেবে বিস্তারলাভ করতে পারে।