ইউএস ওপেনের ইতিহাসের দীর্ঘতম ম্যাচে জয় পেয়েছেন ইভান্স
ইউএস ওপেনের ইতিহাসের দীর্ঘতম ম্যাচে জয় পেয়েছেন ইভান্স। ম্যাচের একটা সময় ইভান্সের বিদায় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। পঞ্চম সেটে একটা সময়ে ৪-০ গেমে পিছিয়ে ছিলেন তিনি। তবেও সেই ম্যাচও ঘুরে দাঁড়িয়ে যে জেতা যায়, সেটাই প্রমাণ করলেন তিনি। ইউএস ওপেনের ম্যারাথন এক লড়াইয়ে রাশিয়ার কারেন কাচানোভকে হারিয়ে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি।
বুধবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে র্যাঙ্কিংয়ের ২২তম খেলোয়াড় কাচানোভকে ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৪) ৪-৬, ৬-৪ গেমে হারান ১৮৪ নম্বরের ইভান্স। ম্যাচের স্থায়িত্ব ছিল ৫ ঘন্টা ৩৫ মিনিট, উন্মুক্ত যুগে ইউএস ওপেনের সবচেয়ে দীর্ঘতম ম্যাচ এটিই।
এর আগের রেকর্ড ছিল ৫ ঘন্টা ২৬ মিনিট। সেটি হয়েছিলো ১৯৯২ ইউএস ওপেনের সেমিফাইনালে। সেবার যুক্তরাষ্ট্রের মাইকেল চ্যাংকে হারিয়েছিলেন সুইডেনের স্টেফান এডবার্গ।