মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫, ১০:২২ PM
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন, আইএসপি সেবা এবং ওষুধের ওপর আরোপিত নতুন শুল্ক ও কর প্রত্যাহার করেছে। আজ বুধবার (২২ জানুয়ারি) ভ্যাট বিভাগের একটি নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যার ফলে এসব পণ্য ও সেবা আগের দামে ক্রয় করা যাবে।

এনবিআর জানিয়েছে, দেশের ডিজিটালাইজেশন প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং তরুণ প্রজন্মের আইটি দক্ষতা বৃদ্ধির জন্য মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের ওপর আরোপিত ২০% শুল্ক এবং আইএসপি সেবার ওপর প্রথমবারের মতো ১০% শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

ওষুধ শিল্পের ক্ষেত্রে, জনগণের জন্য চিকিৎসা সেবা সহজতর করতে ওষুধের ওপর বাড়ানো ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে এবং পূর্বের ২.৪% ভ্যাট হার পুনরায় কার্যকর হয়েছে। এনবিআর আশা করছে, এই পদক্ষেপে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না এবং শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে।

এছাড়া, অন্যান্য কিছু পণ্যে শুল্ক ও কর প্রত্যাহার করা হয়েছে, যেমন:

  • রেস্তোরাঁ: থ্রি-স্টার, ফোর-স্টার, ও ফাইভ-স্টার হোটেল ছাড়া অন্যান্য রেস্তোরাঁয় অতিরিক্ত ১৫% ভ্যাট পুনরায় ৫% করা হয়েছে।
  • ই-বুক: ই-বুকের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
  • মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ: এখানে ১৫% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, যা আগে ৫% ছিল।
  • দেশীয় পোশাক: দেশের নিজস্ব ব্র্যান্ড ছাড়া অন্যান্য পোশাকের ওপর ১৫% ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।
  • নন-এসি হোটেল: এসব হোটেল এবং মিষ্টান্ন ভাণ্ডারের জন্য ১৫% ভ্যাট কমিয়ে ৫% থেকে ১০% নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, কিছু গুরুত্বপূর্ণ পণ্য ও সেবায় করছাড় এবং মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। হজ যাত্রীদের খরচ কমানোর জন্য হজ টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্কও প্রত্যাহার করা হয়েছে।