ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
![ইন্টারনেট](https://citizenjournal24.com/resources/img/article/202501/Poster_-_2025-01-11T102631.172_-1111026.jpg?v=1.1)
বাংলাদেশে ইন্টারনেট প্যাকেজের ওপর অতিরিক্ত সম্পূরক কর আরোপ করার ফলে মুঠোফোন গ্রাহকদের খরচ বেড়ে গেছে। একইসঙ্গে, নতুন করে ১০ শতাংশ ভ্যাট আরোপের কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদেরও খরচ বৃদ্ধি পাচ্ছে। ফলে এখন থেকে ব্রডব্যান্ড ব্যবহারকারীদের আগের তুলনায় দ্বিগুণ ভ্যাট দিতে হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জারি হওয়া দুইটি অধ্যাদেশে শুল্ক ও কর বৃদ্ধির নির্দেশনা রয়েছে, যা পরবর্তীতে তৎক্ষণাৎ কার্যকর হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি, স্থানীয় ব্যবসায়ীদের জন্য ভ্যাটের হার ৫ শতাংশ থেকে ৭.৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই পরিবর্তনের ফলে সেবাদানকারী সংস্থাগুলোর মোট খরচ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং এই ধরনের বাড়তি খরচ গ্রাহককেই বহন করতে হবে।
এদিকে, ‘এক দেশ এক রেট’ প্যাকেজের ৫০০ টাকার প্যাকেজে লোকসান হচ্ছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। তারা জানান, তৃণমূলে ইন্টারনেট পৌঁছাতে এবং প্রতিটি নতুন গ্রাহক সংগ্রহ করতে প্রায় ৪ হাজার টাকা ব্যয় হয়। নতুন শুল্ক ও কর নির্ধারণ এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সেবার মান বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।