মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে গ্রুপ মেসেজের নোটিফিকেশন মিউট করবেন যেভাবে

বর্তমানে যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রে বাড়ছে প্রযুক্তির ব্যাবহার। প্রযুক্তি ছাড়া যেনো এখন চলাটাই মুশকি। আর পরিবার, বন্ধু ও কিংবা সহকর্মীদের সঙ্গে প্রতি মুহূর্তের তথ্য শেয়ারের অন্যতম মাধ্যম বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মের গ্রুপ চ্যাটিং। তবে কিছুক্ষণ পরপর মেসেজের নোটিফিকেশন অনেকের জন্য বিরক্তির কারণ হতে পারে। অনেকে তো গ্রুপ থেকে লিভ পর্যন্ত নিয়ে থাকেন। তবে নোটিফিকেশন মিউট করে এই বিভ্রান্তি ও বিরক্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সহজে গ্রুপ মেসেজ মিউট করার উপায়।

গুগল মেসেজেস
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনের গুগল মেসেজেস অ্যাপের যদি কোনো গ্রুপ চ্যাটিংয়ের অংশ হয়ে থাকেন তবে নোটিফিকেশন মিউট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* প্রথমে গুগল মেসেজেস অ্যাপটি চালু করুন
* যে গ্রুপ মিউট করতে চান সেটিতে ঢুকতে হবে
* ওপরে ডান কোণায় থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন
* মেন্যু থেকে ‘গ্রুপ ডিটেইলস’ অপশনটি সিলেক্ট করতে হবে
* ‘নোটিফিকেশন’ অপশনে ট্যাপ করুন
* ‘শো নোটিফিকেশনস’ অপশন টগল করুন। অথবা নোটিফিকেশনের শব্দ ও ভাইব্রেশন বন্ধ করতে ‘সাইলেন্ট’ অপশনটিতে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপ 
* হোয়াটসঅ্যাপে ঢুকে যে গ্রুপ চ্যাট মিউট করতে চান সেটি বেছে নিন
* স্ক্রিনের ওপরে ডান কোণায় থ্রি ডট মেন্যুতে ট্যাপ করুন
* মেন্যু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনটি বেছে নিন
* ‘মিউট নোটিফিকেশন’ অপশনটির টগল বন্ধ করে দিন
* কতক্ষণের জন্য গ্রুপ চ্যাটিংয়ের নোটিফিকেশন বন্ধ করতে চান সেটি বেছে নিন। 

ফেসবুকের মেসেঞ্জার
* অ্যান্ড্রয়েড ফোনে মেসেঞ্জার অ্যাপে যান
* যে গ্রুপ চ্যাট মিউট করতে চান সেটি বেছে নিন
* ওপরে ডান কোণায় ‘আই’ আইকনে ট্যাপ করে গ্রুপ চ্যাটিংয়ের মেন্যুতে যান
* ‘নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস’ অপশনটিতে ঢুকতে হবে
* ‘অন’ লেখা টগলটিতে ট্যাপ করুন। এবার কত সময়ের জন্য মিউট করতে চান সেটির অপশন দেখা যাবে।
* নিজের পছন্দ অনুসারে একটি অপশন বেছে নিয়ে ‘ওকে’ ট্যাপ করুন। 

এ ছাড়া একটি চ্যাটিংয়ের ওপরে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখলে মেন্যু চালু হবে। সেখান থেকেও ‘মিউট’ অপশন বেছে নিয়ে বন্ধ করে দেওয়া যাবে চ্যাটিংয়ের নোটিফিকেশন।

আইফোন মেসেজেস 
* আইফোনে মেসেজ অ্যাপটি চালু করুন
* যে গ্রুপের নোটিফিকেশন মিউট করতে চান সেখানে প্রবেশ করতে হবে
* স্ক্রিনের ওপর থেকে গ্রুপ আইকনে ট্যাপ করুন
* ‘হাইড অ্যালার্টস’ অপশনে ট্যাপ করুন
* স্ক্রিনের ওপরের ডান দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।

সূত্র: মেক ইউজ অব, অ্যান্ড্রয়েড পুলিশ