দুরন্ত টিভির তৈরি প্রথম কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’
দুরন্ত টিভির তৈরি প্রথম কার্টুন সিরিজ ‘কুটু ভুটু’।
একটা খোলামেলা বাড়ির বাগানে ছোট-বড় অনেক গাছ। একটা গাছে বাসা বেঁধেছে এক কাঠবিড়ালি, তার নাম কুটু। আর বাড়িতে আছে এক পোষা কুকুর, যার নাম ভুটু। দুষ্টু কুটু সারাদিন এটা-সেটা চুরি করে খায় আর পাহারাদার ভুটু সেসব উদ্ধারে তার পিছু নেয়! এছাড়াও কুটু সারাদিন ব্যস্ত ভুটুকে বোকা বানাতে। আর ভুটু ব্যস্ত কুটুকে শায়েস্তা করতে।
দুজনের আলাদা দুটি দলও আছে। কুটুর দলে ছোট এক টুনটুনি পাখি আর পোষা মুরগি। ভুটুর দলে আছে বাড়ির পোষা কবুতর ও হাঁস। এছাড়াও বাড়ির গরু-ছাগল, পুকুরের ব্যাঙ, পিঁপড়ার দল- এরাও মাঝে মাঝে যোগ দেয় কুটু-ভুটুর মজার সব কাণ্ড-কারখানায়।
চ্যানেলটির বার্তা প্রেরক মহসিনা আফরোজ জানান, মজার মজার ২৬টি গল্প নিয়ে মোট ১৩টি পর্বে সাজানো হয়েছে এটি। সিরিজটি আগামী ৩ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা, দুপুর ২টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে দুরন্ত টিভিতে। সেটি প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলেও।