চ্যাটজিপিতে ১২ লাখ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ AM

শীর্ষ এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ওপেনএআই-তে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করতে যাচ্ছে। এতে করে এআই খাতের দুই শীর্ষ প্রতিষ্ঠান একে অপরের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে চলেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে এনভিডিয়া ও ওপেনএআই।

এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ওপেনএআই-কে ১০০ বিলিয়ন ডলারের সমমূল্যের উচ্চক্ষমতার এআই চিপ সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় এ অংক দাঁড়ায় ১২ লাখ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, এআই প্রযুক্তিভিত্তিক বিভিন্ন মডেল ও টুল তৈরিতে প্রয়োজন হয় শক্তিশালী প্রসেসিং পাওয়ারের। এনভিডিয়া’র সরবরাহ করা চিপ থেকে প্রয়োজনীয় এই প্রসেসিং পাওয়ার পেয়ে যাবে ওপেনএআই, যারা ইতোমধ্যেই তৈরি করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই মডেলগুলোর একটি ‘জিপিটি-৫’।

এনভিডিয়া’র প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং বলেছেন যে, তাঁদের এই অর্থায়নে ওপেনএআই’র পরবর্তী প্রজন্মের এআই অবকাঠামো নির্মাণ করা হবে। বিষয়টিকে তিনি এআই খাতে ‘অগ্রগতির নতুন ধাপ’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মনে করেন যে, তাঁদের এই বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী যুগে শক্তির যোগান দেবে। 

অন্যদিকে ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান এক বিবৃতিতে জানিয়েছেন যে, এনভিডিয়ার সাথে যৌথভাবে তাঁরা এআই খাতে যুগান্তকারী কিছু তৈরি করতে যাচ্ছেন। 

অল্টম্যান বলেন, ‘সবকিছুই কম্পিউটিং শক্তি দিয়ে শুরু হয়। কম্পিউটিং পরিকাঠামো হবে ভবিষ্যতের অর্থনীতির ভিত্তি, এবং আমরা এনভিডিয়াকে সাথে নিয়ে যা তৈরি করছি, তা ব্যবহার করে এআই খাতে যুগান্তকারী নতুন কিছু তৈরি করব, এবং এর মাধ্যমে বৃহৎ পরিসরে মানুষ ও তাঁদের ব্যবসাকে ক্ষমতায়ন করব।’

এনভিডিয়া ও ওপেনএআই উভয় প্রতিষ্ঠানই জানিয়েছে যে, তাঁরা ‘বিশ্বের সবচেয়ে উন্নত এআই পরিকাঠামো’ তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের একটি বিস্তৃত নেটওয়ার্কের সাথে কাজ করছে। এই নেটওয়ার্কের মধ্যে আছে মাইক্রোসফট, ওরাকল, সফটব্যাংক এবং স্টারগেট।

ওপেনএআই’র সাথে স্বাক্ষরিত বিনিয়োগের চুক্তিকে ‘কৌশলগত অংশীদারিত্ব’ বলে আখ্যা দিয়েছে এনভিডিয়া। এআই খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতার প্রেক্ষাপটে দুই মার্কিন প্রতিষ্ঠানের এরুপ কাছে আসার পেছনে কারণ হিসেবে অনেকেই চীন-মার্কিন দ্বৈরথকে দেখছে। 

এআই প্রযুক্তিতে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে কোনো চেষ্টাই বাদ রাখছে না চীন। চলতি বছরের শুরুতে চীনের ডিপসিক এআই চ্যাটজিপিটি’র মতো মার্কিন টুলগুলোকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে বসে। মার্কিন এআই টুলগুলোর ভগ্নাংশ পরিমাণ খরচে তৈরি ডিপসিক সক্ষমতার দিক থেকে প্রায় সমমানের। ডিপসিকের আগমনে বিনিয়োগকারীরা মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে আস্থা সরিয়ে নিলে শেয়ার বাজারে একদিনেই ৫০০ বিলিয়ন ডলার হারায় এনভিডিয়া।

ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে স্থানীয় উৎপাদন বাড়াতে বিশাল অংকের বিনিয়োগ এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর একেঅন্যের সাথে অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের বিষয় দুটি গুরুত্বের সাথেই স্থান পেয়েছে। সেদিক থেকেও এনভিডিয়া-ওপেনএআই’র নতুন এই অংশীদারিত্বের সম্পর্ক সাফল্যের সাথেই উৎরে যায়।

উল্লেখ্য, সম্প্রতি আরেক মার্কিন চিপ নির্মাতা ইনটেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই বিনিয়োগের মাধ্যমে নিজেদের সুদিন ফেরাতে মরিয়া ইনটেলকে ফিরে আসার নতুন এক সুযোগ দিতে যাচ্ছে জেনসেন হুয়াং-এর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে পার্সোনাল কম্পিউটার ও ডেটা সেন্টারের জন্য চিপ তৈরি করবে। 

এছাড়া সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রেক্ষাপটে দেশটিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এনভিডিয়া। সার্বিকভাবে, উন্নত এআই চিপের বাজারে চীন-মার্কিন দ্বৈরথ প্রতিনিয়তই যেন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি