বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ গান ১০৫ শিল্পীর কণ্ঠে!

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেক্স জার্নাল ডেক্স
প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ০৪:৪৬ PM

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ গান ১০৫ শিল্পীর কণ্ঠে

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন। দিনটি উদযাপনে এরই মধ্যে তৈরি হয়েছে নতুন একটি গান; যে গানে কণ্ঠ দিয়েছেন ১০৫ শিল্পী! তাদের নিয়েই তৈরি হয়েছে ভিডিওচিত্র। এটি ধারণ করা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে।

গানটি লিখেছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহীন সরদার।

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্য থেকে ১০৫শিল্পী গানটির অডিও-ভিডিওতে অংশগ্রহণ করেন। সাংগঠনিকভাবে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস [বাফা], সারগাম ললিতকলা একাডেমি, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র,ভিন্নধারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,মহিরুহ সাংস্কৃতিক সংগঠন, নির্ঝরিণী একাডেমি, স্বপ্নকুঁড়ি, গীতাঞ্জলি, নিবেদন, গীতিশতদল, রবিরশ্মি,সংগীতভবন, লোকাঙ্গন ও উঠোনের মোট ১০৫ শিল্পী সমবেত কণ্ঠে গানটি পরিবেশন করেন। বঙ্গবন্ধুর জন্মদিন থেকে বিশেষ গানটি বিটিভিতে ফিলার হিসেবে প্রচার হবে বলে জানা গেছে।