আজ বাদ আসর ইজতেমায় হবে যৌতুকবিহীন বিয়ে
বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের এলাকা মুসলমানদের পদচারণায় পূর্ণ হয়ে উঠেছে, যা বর্তমানে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে। তবে কতটি বিয়ে অনুষ্ঠিত হবে, তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে ইজতেমার শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমার বয়ান মঞ্চের পাশেই এই বিয়ের আসর অনুষ্ঠিত হবে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমি’র নিয়ম অনুযায়ী, যা হলো দেড়শ তোলা রূপা অথবা এর সমমূল্যের অর্থ। বর-কনের নাম পূর্বেই নিবন্ধন করা হয়।
এ ধরনের বিয়ে কনের সম্মতিতে দু'পক্ষের উপস্থিতিতে সম্পন্ন হয় এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়। মঞ্চের আশপাশে মুসল্লিদের মাঝে খোরমা ও খেজুর বিতরণ করা হয়।
এদিকে ইজতেমায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন আমিরুল ইসলাম (৪০), আবদুল কুদ্দুস গাজী (৬০) এবং সাবেদ আলী (৭০)।
এছাড়া বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়। ইজতেমা মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। ইজতেমা আয়োজক কমিটি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত করেছে।
এবারের ইজতেমা দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।