যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরল আরও ৪৭ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৫, ০১:২১ PM

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৪৭ বাংলাদেশি। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইট তাদের নিয়ে ঢাকায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে ৪৭ জনকে কিউআর ৬৪০ ফ্লাইটে করে সরকারি ব্যয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এ পর্যন্ত ১৮টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রতিটি বাংলাদেশিকে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

লেবাননে চলমান যুদ্ধাবস্থায় যে সকল প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে।