বাংলাদেশি ক্রীড়াবিদদের ওপর বিধিনিষেধ আরোপ করল মালয়েশিয়া
মালয়েশিয়া বাংলাদেশি ক্রীড়াবিদদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে। দেশটি আর বাংলাদেশ থেকে ক্রীড়াবিদদের ক্রীড়া ইভেন্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ওই দেশে প্রবেশের অনুমতি দেবে না।
দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান গত রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি একটি সিন্ডিকেট ক্রীড়াবিদদের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে।
জাকারিয়া বলেন, গত অক্টোবরে ১৮ জন বাংলাদেশি ক্রীড়াবিদকে আটক করা হয়েছিল, যারা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল। তাদের মধ্যে ২১ থেকে ৩৩ বছর বয়সী পুরুষরা ছিল, যারা একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেছিল। এই প্রসঙ্গে গত সপ্তাহে আরও তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ২,০০০ থেকে ৫,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে।
এই গ্রেফতারের মাত্র কয়েকদিন পর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ জন বাংলাদেশিকে নিয়ে আসার একটি সিন্ডিকেটের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি ক্রীড়াবিদদের জন্য প্রবেশের স্থানগুলোতে কঠোর স্ক্রিনিং কার্যক্রম গ্রহণ করবে।
জাকারিয়া আরও জানান, অনেক বাংলাদেশি ক্রীড়াবিদ অসৎভাবে একটি ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের অজুহাতে মালয়েশিয়ায় প্রবেশ করছে, কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা অন্য উদ্দেশ্যে এসেছিল। এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং অন্য সংস্থাগুলির সহযোগিতায় ক্রীড়াবিদদের মাধ্যমে প্রবেশাধিকার পরীক্ষা করা হবে।
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ এই ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য বাংলাদেশিদের খুঁজে বের করার কাজ করছে, যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে।