বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক লোক নিচ্ছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৯ PM

বাংলাদেশ থেকে রেকর্ড সংখ্যক কর্মী নিচ্ছে সৌদি আরব। প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী নিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত এক মাসে ৮৩ হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ সংখ্যাটি বিশ্বের যে কোনো দেশের অন্য দেশ থেকে মাসিক নিয়োগের সর্বোচ্চ রেকর্ড।

সৌদি আরব বিশাল এবং উচ্চাভিলাষী সব মেগা প্রকল্প হাতে নিয়েছে। দেশটি তার ভিশন ২০৩০ কে সামনে রেখে এসব কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এ কারণে সেখানে ব্যাপকভাবে শ্রম চাহিদার বৃদ্ধি ঘটেছে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালে রিয়াদ এক্সপোসহ বেশ কয়েকটি হাই-প্রোফাইল ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমান চলাচল, রেলওয়ে এবং স্পোর্টস স্টেডিয়ামের বিশাল সব অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তির প্রয়োজন হচ্ছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের প্রয়োজনীয় শ্রম শক্তির অনেকটাই জোগান দিচ্ছে বাংলাদেশ। সৌদি আরবও বাংলাদেশের প্রতি তার আন্তরিকতা দেখিয়েছে। বন্ধুত্বের অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার মতে, সৌদি আরবের দান করা এই মাংস ৬৪টি জেলার ৯৫টি অঞ্চলে এতিম, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং অভাবগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।

বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে আন্তরিকতার সম্পর্ক এগিয়ে নিতে চায়। নিজ স্বার্থেই বাংলাদেশকে প্রতি বছর প্রচুর পরিমাণ শ্রমশক্তি রপ্তানি করার প্রয়োজন হয়। ঢাকা আশা করছে, আগামী দিনেও সৌদি আরবে শ্রমশক্তি রপ্তানির এই হার অব্যাহত থাকবে।