মালয়েশিয়ায় গণঅভ্যুত্থান ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও রেমিট্যান্স যোদ্ধা দিবস পালন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ আগস্ট) প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘July Beyond Borders’ প্রতিপাদ্যকে সামনে রেখে হাইকমিশন আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান ’২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বীর যোদ্ধা ও রেমিট্যান্স যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করে বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা পূরণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

শামীম আহসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়ার সরকার।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের চাহিত সেবা যেমন পাসপোর্ট-ভিসা, কনস্যুলার সেবা, কর্মসংস্থানসহ কল্যাণমূলক সকল প্রকার সেবা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। দূতাবাসের সেবা ডিজিটালাইজেশন করা হয়েছে ও পোস্ট অফিসের মাধ্যমেও সেবা দেওয়া হচ্ছে। ছুটির দিনগুলোতে বিভিন্ন স্থানে নিয়মিতভাবে হাইকমিশনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া জুলাই-আগস্ট গণঅভ‍্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ‍্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন হাইকমিশনার মোঃ শামীম আহসান, এনডিসি। গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের ওপর এবং অভ্যুত্থানে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান নিয়ে নির্মিত ২টি পৃথক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উল্লেখ‍্য, ডিজিটাল মাধ‍্যমে এই প্রদর্শনীটি দূতাবাসে আগত সেবাপ্রার্থী ও দর্শনার্থীদের জন্য আগামী সপ্তাহেও উন্মুক্ত থাকবে।