২৫ হাজার আটক; ৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১২:০৩ PM

সম্প্রতি আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ১৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে সৌদি আরব। গত এক সপ্তাহ ধরে চালানো এক যৌথ অভিযানে এদের আটক করা হয়। স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

২০২৫ সালের হজ মৌসুম সামনে রেখে সীমান্ত এবং অভিবাসন ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ করেছে দেশটি। এরই অংশ হিসেবে ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সময়কালে পরিচালিত এই অভিযানে ১৮ হাজার ৬৬৯ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে গাল্ফ নিউজ।

আটকদের মধ্যে ১১ হাজার ৮১৩ জনকে ধরা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৩৬৬ জনকে সীমান্ত নিরাপত্তা আইন ভাঙার জন্য এবং ২ হাজার ৪৯০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় ১ হাজার ৪৯৭ জনকে আটক করা হয় এবং দেশটি ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ৬৯ শতাংশ ইথিওপিয়ান, ২৭ শতাংশ ইয়েমেনি এবং বাকি ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২৫ হাজার ৭৫৪ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণসংক্রান্ত নথিপত্র সংগ্রহের জন্য। পাশাপাশি ২ হাজার ২৭৯ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। ইতিমধ্যেই ৮ হাজার ১২৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়াও অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।