ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভুটানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক সব সময় ভালো ছিল। বিএনপি সরকারের সময় ভুটানের সবজি বাংলাদেশে আমদানি হতো।
আগামীতে ভুটানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করে আমির খসরু।
ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা বলেছি, এখানে কাজ করার সুযোগ আছে। কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় ৩০ হাজার মেগাওয়াটের।
সার্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, ভুটানের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে সার্ককে আমরা আরও কার্যকর করতে পারি।