ভুল-ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আরেকবার নৌকা মার্কায় ভোট চান। একই সঙ্গে গত ১৫ বছরের শাসনামলে তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেগুলো ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখতে জনগণের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ প্রদান করেন প্রধানমন্ত্রী। 

ভাষণে তিনি বলেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দীর্ঘ চলার পথে যতটুকু অর্জন, তার সবটুকুই আপনাদের অবদান। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন করা সম্ভব হতো না। চলার পথে যদি কোনো ভুল-ভ্রান্তি করে থাকি, তাহলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন, এটাই আমার আবেদন। 

আবার সরকার গঠন করতে পারলে, ভুলগুলো শোধরানোর সুযোগ পাব। যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে ‘নৌকা’ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।

এবারের নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর পক্ষ থেকে জাতির উদ্দেশে ভাষণের ব্যবস্থা করে নির্বাচন কমিশন। 

ইতোমধ্যে নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ১৭টি দল ভাষণের মাধ্যমে নির্বাচনী ইশতেহার প্রচার করেছে। আজ শেষ দিনে ভাষণ দিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।