বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ: সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ PM

বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশ পৃথিবীর কাছে একটি গর্বিত জাতি। বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি যারা স্বাধীনতা চায়নি। স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে। যুদ্ধ করেছে পাকিস্তানিদের হয়ে। সেই জামায়াতে ইসলামিকে তারা (বিএনপি) সঙ্গে নিয়ে অপরাজনীতি করছে। অপরাজনীতি দেশে না থাকলে দেশ আজ বহুদূর এগিয়ে যেতে পারত।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বাংলাদেশ পৃথিবীর কাছে একটি গর্বিত জাতি। বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ। অথচ বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক রাজনীতি হয়। যেই স্বপ্ন এঁকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা দিয়েছিলেন, আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।