মাঠে না নামলেও ভাড়া করা লোক দিয়ে নাশকতা চালাচ্ছে বিএনপি: ডিবি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৯ AM

গত ২৮ অক্টোবর থেকে দেশব্যাপী বিএনপি-জামাদের হরতাল ও অবরোধ চলছে। মাঝে দুইএকদিন বিরতি দিয়ে লাগাতার চলে আসছে এই অবরোধ-হরতাল। 

এদিকে বিএনপি নেতারা মাঠে না নামলেও ভাড়া করা লোক দিয়ে চালাচ্ছে নাশকতা। বিভিন্ন স্থান থেকে বিএনপির চার সাবেক নেতাকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে ডিবি।

সংস্থাটি বলছে, মাঠে সক্রিয় থাকতে না পেরে, গ্রাম থেকে ৩০০ টাকায় দিনমজুর ঢাকায় এনে নাশকতা করায় বিএনপি। আর গাড়ি পোড়ানো ও ভাঙচুরের ছবি নেতাদের মোবাইলে পাঠালেই ৩-৭ হাজার টাকা পর্যন্ত মেলে। নাশকতার কাজ দেখে দিনমজুদের টাকা দেয় বিএনপি নেতারা।

পুলিশ হত্যা মামলাসহ বিচারপতির বাসভবনে হামলায় অভিযুক্ত আসামিদের গ্রফতারে অভিযান চলছে বলেও জানায় ডিবি পুলিশ। অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, ২৮ অক্টোবর পর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তারা ৮ ভাগে ভাগ হয়ে নাশকতা চালাচ্ছে।