কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ PM

সম্প্রতি জাতীয় পার্টিকে (জাপা) রক্ষায় বিএনপির প্রতি আহ্বান জানিয়েছিলেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। প্রথমদিকে বিএনপি কেন জাপার পক্ষে দাঁড়াবে—এমন প্রশ্ন উঠলেও এবার বিষয়টি ভিন্ন মোড় নিয়েছে।

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখলেও এবার স্পষ্ট অবস্থান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি কখনও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়।”

সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। রাজনৈতিক মহলে এটিকে জাপাকে রক্ষায় বিএনপির সরাসরি সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যে কার্যক্রমগুলো ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।

তিনি বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি। আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে; বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই।

এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে করা আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলেছি, পিআরের ব্যাপারে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ, আমরা মনে করি বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নেই।

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের কর্মসূচি নিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আলোচনার মধ্যে কর্মসূচির অর্থ অহেতুক চাপ সৃষ্টি করা, যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়।

মির্জা ফখরুল বলেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন ছিল না। কারণ, আলোচনা শেষ হয়নি এখনো। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে অহেতুক একটা চাপ সৃষ্টি করা। যেটা গণতন্ত্রের জন্য শুভ নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।

বিএনপি মহাসচিব বলেন, এভাবে রাজপথে এলেই সমাধান হবে? আমরা এখন পর্যন্ত বড় রাজনৈতিক দল তাতে কোনো সন্দেহ নেই। পট পরিবর্তনের পর আমরা কিন্তু কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।