ড. ইউনূস পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে: বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৯:৪৫ PM

বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পদত্যাগের ইচ্ছা তাঁর ব্যক্তিগত বিষয়।

আজ শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেলে রাষ্ট্র পরবর্তী করণীয় ঠিক করতে পারে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী গণতন্ত্রের পথে উত্তরণের জন্য তাগাদা দেওয়াকে প্রশংসার বিষয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

প্রসঙ্গত, দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বর্তমান পরিস্থিতিতে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবেন না– এমন আশঙ্কা থেকে পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।