ফুলের নাম হেলিকোনিয়া
হেলিকোনিয়া ভুল নামের আড়ালে হারিয়ে যাওয়া একটি প্রজাতি। এই ফুল আমাদের দেশে এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইংরেজি নাম হ্যাংগিং লবস্টার ক্লো। জন্মস্থান আমাদের দেশ না হলেও এখানকার প্রকৃতিতে অভিযোজনা চমৎকার। তাছাড়া ফুলের সৌন্দর্যও মনোমুগ্ধকর। এ কারণেই ছড়িয়ে পড়েছে সারা দেশে।
মোহাম্মদ, লালমাটিয়া, ধানমণ্ডি এলাকায় অভিজাত বিভিন্ন ভবনের পাশে সৌন্দর্য
বর্ধনে এই ফুল লাগানো হয়। এ অঞ্চলের ফুল না হওয়ায় কোনো বাংলা নাম নেই। তাই এটিকে আমরা হেলিকোনিয়া (Heliconia) নামে চিনে থাকি।
ছবি : লালমাটিয়া সরকারি কলোনি থেতে তোলা
আরও তথ্য:
হেলিকোনিয়া (Heliconia latispatha) ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। গাছ প্রায় চার মিটার পর্যন্ত উঁচু ও খাড়া হয়। পাতা কলাগাছের পাতার মতো, লম্বা ডাঁটার আগায় আয়তাকার ফলক থাকে। মঞ্জরি-ঢাকনা বড়, নৌকার মতো;। ঝুলন্ত মঞ্জরির এই ফুল লাল ও হলুদ রঙে চিত্রিত। ফুল অনেক দিন সতেজ থাকে। বর্ণবৈচিত্র্য তৈরিতে সব বাগানের জন্য আদর্শ। কম পরিচর্যায় বৈরী আবহাওয়ায় ভালোভাবে বেঁচে থাকতে পারে।