ফুল : শিয়ালকাঁটা 

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেক্স জার্নাল ডেক্স
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ১১:২২ AM

বৈজ্ঞানিক নাম Argemone mexicana একটি কাঁটাযুক্ত পপি জাতীয় (প্যাপাভারেসি গোত্রের) গাছ যা মেক্সিকো থেকে বাকি বিশ্বে একটি আগাছা হিসাবে ছড়িয়ে পড়েছে। 

শিয়ালকাঁটা ফুলটির বৈজ্ঞানিক নাম (আর্জিমোন মেক্সিকানা) প্রাচীন গ্রিক ভাষার আর্জিমা ("ছানি" বা "ক্যাটারাক্ট") থেকে এসেছে। এই গাছের রস চক্ষুরোগের চিকিৎসায় ব্যবহার হত বলে এর নাম দেওয়া হয়েছে আর্জিমোন, এবং মেক্সিকোয় পাওয়া যায় বলে মেক্সিকানা। আমাদের দেশে এটি একটি বিষাক্ত আগাছা এবং ঔষধি গুল্ম।

তথ্যসূত্র: ইন্টারনেট/সুতা