কমে যাক দাম খেয়ে বাঁচুক আমজনতা
বর্তমান বাজারে প্রায় সর্বত্রই পাওয়া যাচ্ছে তরমুজ। রমজানকে কেন্দ্র করে এসময় প্রচুর চাহিদা রয়েছে ফলটির। তবে দামের কারণে সবার কেনার সাধ্য নেই। যার যেমন খুশি অতিরিক্ত দাম নিচ্ছে ব্যবসায়ীরা। তবুও প্রতিদিনের ইফতার আইটেমে রাখতে চাই রসাল এই ফলটি। তাই যার যেটুকু সাধ্য কেটে ছোট ছোট করে পিছ আকারে কিনছেন সাধারণ মানুষ।
গতবারের তুলনায় এবার তরমুজের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে একজন বিক্রেতা বলেন, তরমুজের মৌসুম এখনো আসেনি। মাত্র পাকতে শুরু করেছে। আরও ২০-২৫ দিন পরে তরমুজের মৌসুম এলে দাম কমে যাবে।
জাকির হোসেন নামের এক ক্রেতা বলেন, বাজারে মাত্র তরমুজ উঠতে শুরু করেছে। তাই দামটা একটু বেশি মনে হচ্ছে। রমজানে অতিরিক্ত দাম বাড়ানো উচিত হয়নি। অনেক ক্রেতা দাম শুনেই চলে যাচ্ছেন।
এবার আমাদের প্রার্থনা কমে যাক দাম খেয়ে বাঁচুক আমজনতা।