সৈকতে ইয়োগার সময় ঢেউয়ের কবলে পড়ে রুশ অভিনেত্রীর মৃত্যু
থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপের একটি সৈকতে ইয়োগা করার সময় বিশাল ঢেউয়ের কবলে পড়ে মারা গেছেন রুশ অভিনেত্রী কামিলা বেলিয়াৎস্কায়া। ২৪ বছর বয়সী এই অভিনেত্রী ওই সময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে অবকাশ যাপন করছিলেন। ঢেউয়ের কবলে পড়ার আগে তার শেষ মুহূর্তগুলি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে মগ্ন হয়ে ধ্যান করতে দেখা গেছে। এর পরই অপ্রত্যাশিতভাবে একটি ঢেউ এসে তাকে সমুদ্রে টেনে নিয়ে যায়। উপস্থিত দর্শক কামিলাকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচাতে ব্যর্থ হয়। পরে যেখানে থেকে তিনি ভেসে গিয়েছিলেন তার কয়েক কিলোমিটার দূর থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে অভিনেত্রীর ডুবে যাওয়া স্থানে গিয়ে রাশিয়ান পর্যটকরা তার আত্মার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেন।
দ্বীপটিতে ভ্রমণের সময় অভিনেত্রী বারবার নির্দিষ্ট স্থান পরিদর্শন করেছিলেন, যেটিকে তিনি গভীর আবেগে নিজের 'বাড়ি' ও 'পৃথিবীর সেরা স্থান' বলে উল্লেখ করেছিলেন। জায়গাটির প্রশংসা করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, "আমি সামুইকে অনেক ভালোবাসি। এই জায়গা, এই পাথুরে সৈকত আমার জীবনে দেখা সেরা জিনিস। আমার এই মুহূর্তে এখানে থাকার জন্য মহাবিশ্ব তোমাকে ধন্যবাদ। আমি খুশি, আমি খুব খুশি।"
মর্মান্তিক এই ঘটনার দিন অভিনেত্রী বেলিয়ানস্কায়া ঢেউয়ের মুগ্ধতা উপভোগ করার জন্য লাড কোহ ভিউপয়েন্টে ভ্রমণ করেছিলেন, সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি লাল গাড়িতে করে তিনি সেখানে আগমন করেন।
উদ্ধারকারী দল দ্রুত সাড়া দিয়েছিলেন। অভিনেত্রী সমুদ্রে পড়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই তারা সেখানে পৌঁছেছিলেন। যদিও তীব্র পরিস্থিতি তাদের উদ্ধার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছিল এবং তারা তাকে বাঁচাতে ব্যর্থ হয়।
সামুই উদ্ধার সেন্টারের প্রধান চাইয়াপোর্ন সাবপ্রাসার্ট বলেছেন যে কোহ সামুইয়ের সমুদ্র সৈকতজুড়ে সতর্কতা ব্যবস্থা রয়েছে, যার উদ্দেশ্য সম্ভাব্য বিপদ এবং বিপদ সম্পর্কে দর্শকদের সতর্ক করা। তিনি বলেন, 'বর্ষা মৌসুম হওয়ায় আমরা প্রতিনিয়ত পর্যটকদের সতর্ক করি, বিশেষ করে চাওয়েং এবং লামাই সৈকতের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়, যেখানে লাল পতাকা দিয়ে সাঁতার না করার নির্দেশনা দেওয়া আছে। যদিও দুর্ঘটনাকবলিত স্থানটিতে সাঁতারের কোন জায়গা ছিলো না, কিন্তু দৃশ্যপট দেখে মনে হচ্ছে তিনি অপ্রত্যাশিত ঢেউয়ের কবলে পড়েছিলেন।'
সূত্র : এনডিটিভি