ঘুমানোর আগে আমি আর কাঁদতে চাই না: প্রভা
বাংলাদেশের ছোটপর্দার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অসাধারণ অভিনয় দিয়ে সহজেই দর্শকদের মনে জায়গা করে নেন মোহনীয় এই অভিনেত্রী। একসময় অভিনয়ে ব্যাপক ব্যস্ততায় সময় কাটালেও এখন খুব একটা পর্দায় তেমন দেখা যায়না। সম্প্রতি এই অভিনয়শিল্পীর উপলব্ধি করছেন তিনি এই জীবনে কী চান, তা জানেন না। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন প্রভা।
গত সোমবার এক ফেসবুক পোস্টে প্রভা নিজের উপলব্ধি প্রকাশ করে বললেন, ‘হয়তো আমি এখনো জানি না, আমার এই জীবনে আমি ঠিক কী চাই। কিন্তু আমি সত্যিই জানি, আমি কী চাই না।’
প্রভার এই না চাওয়ার তালিকায় একাধিক বিষয় প্রাধান্য পেয়েছে। সেই তালিকায় তিনি বলেছেন, ‘আমি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য চাই না।
ঘুমানোর আগে, দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে আমি আর কাঁদতে চাই না। আমি শুধু চাই, সবকিছু ভুলে নতুন করে শুরু করতে।’
প্রসঙ্গত, বিজ্ঞাপনচিত্রে কাজ করে প্রভা সবার নজর কাড়েন। এরপর নাটক, টেলিছবিতে কাজ করে ব্যস্ত সময় পার করেছেন। এখন তিনি নিজেকে আর সেভাবে অভিনয়ে ব্যস্ত রাখেন না। মাঝেমধ্যে মন চাইলে, গল্প পছন্দ হলে নতুন নাটক বা টেলিছবির শুটিং করেন। আবার মাঝেমধ্যে ওটিটিতেও দেখা যায়।