কলকাতায় পুরস্কার পেলেন তাসনিয়া ফারিণ
গত বছর অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্র দিয়ে টলিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার এই প্রথম সিনেমার জন্যই জিতে নিলেন পুরস্কার। কলকাতায় অনুষ্ঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’। এতে সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর পুরস্কার পেলেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ।
গত রবিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠানে হাজির না থাকলেও আয়োজকদের প্রতি ফেসবুকে কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিণ। আর তাঁর হয়ে পুরস্কারটি গ্রহণ করেছিলেন নির্মাতা অতনু ঘোষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিণ লিখেছেন, ‘আমার প্রথম সিনেমা আরও এক পৃথিবীর জন্য ২০২৩ সালের সেরা সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে আমাকে সম্মানিত করায় ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। আমি সত্যিই সেখানে থাকতে চেয়েছিলাম, তবে অতনু দা আমার হয়ে পুরস্কারটি গ্রহণ করেছেন, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমার ওপর আস্থা রাখার জন্য অতনু দাকে ধন্যবাদ। ছবিটিতে আমাকে কাস্ট করার জন্য ইস্কায় মুভিজকে ধন্যবাদ। এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞতা জানাই।’
প্রসঙ্গত, এ আসরে ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। তবে পুরস্কার পাননি তিনি, এই বিভাগে পুরস্কৃত হয়েছেন মমতা শঙ্কর। ‘পালান’ ছবির জন্য এই সম্মাননা পেলেন অভিনেত্রী। তবে গত বছর এ আয়োজনে ‘বিনিসুতোয়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান।
এদিকে, আসন্ন ফজর চলচ্চিত্র উৎসবের ইস্টার্ন ভিসতা কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে ফারিণের চলচ্চিত্র ‘ফাতিমা’। এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান।