বাংলায় আসছে বিখ্যাত কোরিয়ান সিরিজ

বাংলাদেশের কোরিয়ান ড্রামা ভক্তদের জন্য সুখবর। বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেনডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায়, সিরিজটির অফিসিয়াল বাংলা সংস্করণ স্ট্রিমিং হবে ১ মে থেকে টফি প্ল্যাটফর্মে।
ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, ‘বাংলাদেশে এর আগে কিছু কনটেন্ট বাংলায় ডাবিং হলেও, এভাবে এত বড় আয়োজনে কোনো কোরিয়ান সিরিজের অফিসিয়াল বাংলা সংস্করণ এবারই প্রথম। সাবটাইটেল ছাড়াই পরিবার নিয়ে উপভোগ করা যাবে পুরো সিরিজটি।’
ডিসেনডেন্টস অব দ্য সান-এর গল্প ঘুরে দাঁড়ায় স্পেশাল ফোর্সের অফিসার ক্যাপ্টেন ইউ সি-জিন এবং সাহসী সার্জন ডা. কাং মো-ইয়েনের জীবনের ইভেন্টফুল রোমান্সকে ঘিরে। যুদ্ধবিধ্বস্ত উরুকে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হন তারা। ভূমিকম্প, মহামারি, বিপদের ভেতর জন্ম নেয় ভালোবাসা। পাশাপাশি এগিয়ে চলে সার্জেন্ট সিও দে-ইয়ং ও চিকিৎসক ইউন মিয়ং-জুকের আবেগঘন প্রেমকাহিনি।
রোমান্স, মনকাড়া লোকেশন, অ্যাকশন ও আত্মত্যাগের সংমিশ্রণে গড়া এই সিরিজ কে-ড্রামা দর্শকদের কাছে পেয়েছে বিশেষ জায়গা।
বাংলা ডাব সংস্করণে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এবিএম সুমন, শ্যামল মাওলা, তারিক আনাম খানসহ অনেকে।
ডাবিং পরিচালনা করেছেন খালিদ হোসাইন অভি। তিনি বলেন, ‘শুধু কণ্ঠ নয়, চরিত্রের ব্যক্তিত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পীদের নির্বাচন করা হয়েছে। সাবলীল ভাবানুবাদ এবং প্রাসঙ্গিকতা ধরে রেখেছি যাতে দর্শকরা মনে করেন এটি আমাদেরই নিজেদের গল্প।’